Upcoming Event

নর্থ ইস্ট মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘জীবন’ ২০০৯ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে আজ অবধি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় নিজস্ব গতিতে সুনামের সাথে চলমান।

”জীবন’ প্রতিনিয়ত নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্তের চাহিদা পূরণ করে, অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকসহ সিলেটবাসীর রক্তের চাহিদা পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও রক্তদান কর্মসূচি, ভ্যাক্সিনেশন প্রোগ্রাম (হেপাটাইটিস ‘বি’ ও জরায়ু ক্যানসার প্রতিরোধক ভ্যাক্সিন), শীতবস্ত্র বিতরণ, দুস্থ ও অসহায় মানুষকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত করছে।

বর্তমানে ‘শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ’ কর্মসূচি উপলক্ষে শীতবস্ত্র সংগ্রহ আজ ২১ শে নভেম্বর ২০২১ হতে ২৭ শে নভেম্বর ২০২১ পযর্ন্ত চালু থাকবে।

এবারের স্লোগান “আপনার ফেলে রাখা একটি কাপড় একজন মানুষের জন্য হতে পারে শীত নিবারনের অবলম্বন।”

এই কার্যক্রমে আপনার সহযোগিতা আমাদের কাম্য!!

যোগাযোগের ঠিকানাঃ

————————————————–

‘জীবন’ (রক্ত দিন, জীবন বাঁচান)

রক্তদাতা সংগঠন

নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট, বাংলাদেশ

মোবাইলঃ +88 0184 22 666 88

ফেইসবুকঃ @jibonnemcgmail-com

ওয়েবসাইটঃ www.jibonbld.com

—————————————————-